অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের ভোট গণনা শেষে ফল ঘোষণা শুরু হয়েছে। মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে কার্জন হল থেকে অমর একুশে হলের ফল ঘোষণা করা হয়। একে একে আটটি কেন্দ্র থেকে প্রত্যেক হল সংসদের ফলাফল ও ডাকসুর ফলাফল ঘোষণা করা হবে। রিটার্নিং অফিসার অধ্যাপক ড. গোলাম রাব্বানী গণমাধ্যমকে জানান, ৮০ শতাংশ বা তার বেশি ভোট কাস্ট হয়েছে। বহুল প্রতীক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয় মঙ্গলবার বিকাল ৪টায়। ভোট গণনা ঘিরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসে বাড়ে উত্তেজনা। দফায় দফায় মিছিল ও শোডাউনে মুখোমুখি অবস্থান নেন ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। বিকালে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই দুই সংগঠনের পক্ষ থেকে অভিযোগ-পাল্টা অভিযোগ শুরু হয়। ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার...