বিবৃতিতে স্বাক্ষর করেন, পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি মিঠুন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের জেলা আহ্বায়ক এন্টি চাকমা। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, খাগড়াছড়ির মানিকছড়ি-গুইমারা সীমান্তবর্তী তবলা পাড়ায় পাহাড়ি গ্রামবাসীর ওপর গুলিবর্ষণের অভিযোগ করে ঘটনার প্রতিবাদে এবং জড়িত ছয়জন সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবিতে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ কর্মসূচি সফল করতে জেলার সব যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানানো হলো। বিষয়টি নিশ্চিত করে ইউপিডিএফের (মূল) সংগঠক অংগ্য মারমা বলেন, “ইউপিডিএফ নয়, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন অবরোধের ডাক দিয়েছে। অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স, জরুরি সেবার গাড়ি, সংবাদপত্র বহনকারী...