ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। আনুষ্ঠানিক কোনো ফলাফল প্রকাশ না হলেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ দলের প্রার্থীদের পক্ষে গুজব ছড়াতে শুরু করেছেন দলীয় সমর্থকরা। নেটিজেনরা বলছেন, পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এক রিফ্রেশে ছাত্রশিবিরের সাদিক কায়েম, আরেক রিফ্রেশে ভিপি নির্বাচিত হচ্ছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে ‘ফলাফল’ নামে এসব ভুয়া তথ্য প্রকাশ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভুয়া খবরে বিভ্রান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা।আবু সালেহ মূসা নামে এক ফেসবুক ব্যবহারকারী পোস্টে দাবি করেছেন, শামসুন্নাহার হলে ছাত্রদলের প্রার্থী আবিদ পেয়েছেন ৯৯৫ ভোট এবং ছাত্রশিবিরের প্রার্থী সাদিক পেয়েছেন ৮৯৯ ভোট। এছাড়া জগন্নাথ হলে আবিদ পেয়েছেন ৮২৯ ভোট ও সাদিক পেয়েছেন ৪০৯ ভোট। দুই কেন্দ্রের ফলাফলে ৫১৫...