তিনি বলেন, ডাকসুতে শিবির সমর্থিত প্যানেল ভালো করতে পারে, এতে আশাবাদী হওয়া স্বাভাবিক। তবে এই আত্মবিশ্বাস যেন অহংকারে রূপ না নেয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি কর্মীদের প্রতি বিনয়ী আচরণ ও পরিবর্তনের রাজনীতি গড়ে তোলার আহ্বান জানান। ড. মির্জা গালিব তার পোস্টে লেখেন, সারা দেশের জামায়াত-শিবিরের ভাই-বোনেরা, ডাকসুতে খুব সম্ভবত শিবিরের সমর্থিত প্যানেল ভাল করবে। এইটা আপনাদেরকে আশাবাদী করে তুলবে, কনফিডেন্স বাড়িয়ে দেবে- তাতে কোনো প্রবলেম নাই। কিন্তু এই কনফিডেন্সের ঠেলায় অহংকারী আচরণ শুরু করে দিয়েন না। লম্বা-চওড়া শ্লোগান দিয়েন না। তিনি পরামর্শ দেন, মানুষের মন পড়তে হবে এবং তরুণ প্রজন্মের পরিবর্তনের আকাঙ্ক্ষা বোঝা দরকার। তার ভাষায়, তরুণদের মধ্যে যারা বাংলাদেশপন্থী, ইসলামপন্থী, ভালো ছাত্র, ভালো মানুষ, ভালো নেতা- তাদেরকে...