ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘিরে নানা গুঞ্জনের মধ্যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদপ্রার্থী মাজহারুল ইসলাম সাফ জানিয়ে দিয়েছেন, ডাকসুর কোনো পদে নেগোসিয়েশনের (আপস-মীমাংসা) সুযোগ নেই।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘নো নেগোসিয়েশন। ডাকসুর কোনো পদে নেগোসিয়েশন করার অধিকার কারোর নেই। না বিশ্ববিদ্যালয় প্রশাসনের, না প্রধান উপদেষ্টার, না কোনো পলিটিক্যাল পার্টির।’তিনি আরও লেখেন, ‘এই ম্যান্ডেট কেবলই শিক্ষার্থীদের। তাদের ভোটে বিজয়ীর নাম ঘোষণা করতে হবে।’ তার এই স্ট্যাটাস ঘিরে ভোটের ফলাফল ও ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক প্রভাব বা সমঝোতার প্রশ্নে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘিরে নানা গুঞ্জনের মধ্যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদপ্রার্থী মাজহারুল ইসলাম সাফ জানিয়ে দিয়েছেন, ডাকসুর কোনো পদে নেগোসিয়েশনের (আপস-মীমাংসা) সুযোগ...