ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হলেও এখনো ঘোষণা হয়নি ফলাফল। ফলে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনসহ ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা। ফলাফলের অপেক্ষায় সিনেট ভবনের ভেতরে প্রার্থী ও তাদের সমর্থকরা অবস্থান নিয়েছেন। বাইরেও বিপুলসংখ্যক শিক্ষার্থী নিজেদের পছন্দের প্যানেলের জয়-পরাজয়ের হিসাব কষছেন। কোথাও উচ্ছ্বাস, কোথাও উৎকণ্ঠা—মিশ্র পরিবেশে মুখর হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। এদিন ভোট শেষ হওয়ার পর থেকেই ছাত্রদল ও শিবির নেতারা কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ তুলে আসছেন। সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্যদিকে, টিএসসিতে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আবদুল কাদের প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের...