ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় বেশি সময় লাগার কারণ জানিয়েছেন উদয়ন স্কুল কেন্দ্রের কেন্দ্রপ্রধান অধ্যাপক এস এম শামীম রেজা। মঙ্গলবার রাত ১১টার পর সাংবাদিকদের তিনি বলেন, “এই কেন্দ্রে চারটি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। প্রথমে হল সংসদের ব্যালটগুলো যাচাই–বাছাই (স্ক্যানিং) করা হচ্ছে। ডাকসুর ব্যালটের মধ্যে একটি স্ক্যানিং শেষ হয়েছে, বাকি দুটি প্রক্রিয়াধীন।” তিনি আরও জানান, এখনো কাউন্টিং শুরু হয়নি। “প্রক্রিয়াজাত কাজ শেষ হতে কিছুটা সময় লাগবে। আমাদের প্রযুক্তি টিম বলেছে, মাঝরাত পার হতে পারে।” ডাকসু ও হল সংসদের এই নির্বাচনে শিক্ষার্থীরা মোট ছয়টি ব্যালটে ভোট দিয়েছেন। এর মধ্যে একটি ব্যালটে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস), একটি এজিএস, দুটি সম্পাদক এবং একটি সদস্য পদে ভোট হয়েছে। অধ্যাপক শামীম রেজা বলেন,...