ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রতিরক্ষা মন্ত্রী এবং তার ঘনিষ্ঠ মিত্র সেবাস্তিয়ান লেকর্নু-কে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। আগামী দিনগুলোতে বিক্ষোভের আশঙ্কার মধ্যে দেশটিতে সৃষ্টি হওয়া গভীরতর রাজনৈতিক সংকট সমাধানের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর এএফপির। ফ্রাঁসোয়া বাইরু-র স্থলাভিষিক্ত হিসেবে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মেয়াদের সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে ৩৯ বছর বয়সী লেকর্নু-কে বেছে নেওয়ার মাধ্যমে তার ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে থেকেই একজনকে বেছে নিয়েছেন, সরকারে অন্যদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করেননি। এলিসি প্রাসাদ ঘোষণা করেছে যে ম্যাক্রোঁ লেকর্নু-কে বলেছেন, সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে দেশের জন্য একটি বাজেট গ্রহণ এবং আগামী মাসগুলোর জন্য প্রয়োজনীয় সিদ্ধান্তগুলোর বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করতে। ফ্রান্সের পার্লামেন্ট সরকারকে অপসারণ করার পর মাত্র নয় মাস ক্ষমতায় থাকা বাইরু...