নেপালে দুর্নীতিবিরোধী আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগের কয়েক ঘণ্টা পর দেশটির প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেলও পদত্যাগ করেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, তিনি ‘প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়িয়েছেন’। তবে পরে প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে এ দাবি অস্বীকার করে। কার্যালয়ের ভাষ্যমতে, পাউডেল এখনও দায়িত্বে আছেন এবং পদত্যাগের খবরটি পুরোপুরি গুজব। দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে ক্ষুব্ধ জেনারেশন-জি নেতৃত্বাধীন তরুণেরা কারফিউ অমান্য করে দ্বিতীয় দিনের মতো রাস্তায় নেমেছেন। এর মধ্যেই মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী অলি পদত্যাগ করেন। গত সপ্তাহে তার সরকার দেশটিতে ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের ঘোষণা দিয়েছিল। এ সিদ্ধান্তেই দেশজুড়ে তরুণ প্রজন্ম বিক্ষোভ শুরু করে। সহিংসতা চরমে পৌঁছালে মঙ্গলবার ভোরে সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এখন পর্যন্ত সহিংসতায় ২০ জনেরও বেশি প্রাণহানির খবর...