বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান হিসাবে এএফএম শাহীনুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। মঙ্গলবার এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ভাইরালসহ শাহীনুলের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছিল। সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারিতে দুই বছরের মেয়াদে বিএফআইইউ’র প্রধান হিসাবে এএফএম শাহীনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের সাড়ে সাত মাসের মাথায় তার চুক্তিভিক্তিক নিয়োগ বাতিল করা হলো। এর আগে আগস্টের মাঝামাঝি সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। এতে বিএফআইইউ’র প্রধান হিসাবে তার গ্রহণযোগ্যতা বিতর্কের মুখে পড়ে। ঘটনাটি তদন্তে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক পৃথক দুটি কমিটি গঠন করে। কমিটির তদন্তে ভাইরাল হওয়া ভিডিওটি...