মধ্যরাত পেরিয়ে গেলেও ডাকসু নির্বাচনের ফল জানার অপেক্ষা এখনো শেষ হয়নি। মঙ্গলবার রাত দেড়টার পর কার্জন হল কেন্দ্রের ফল ঘোষণা করতে শুরু করেন কেন্দ্রপ্রধান। তিনি ওই কেন্দ্রে অনুষ্ঠিত হলগুলোর ফল ঘোষণা করছেন। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা শহীদুল জাহিদ মঙ্গলবার রাত ১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার কেন্দ্রে শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। তাদের ব্যালট স্ক্যানিং শেষের দিকে। স্ক্যানিং শেষ হলে কেন্দ্র থেকেই হল ও ডাকসুর ফল প্রকাশ করা হবে বলে তিনি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে দায়িত্বরত নির্বাচন কর্মকর্তা সিমাব নাজির আহমেদও বলেছেন, তাদের কেন্দ্রে ব্যালট স্ক্যানিং শেষ দিকে। শিগগিরই তারা ফল ঘোষণা করতে পারবেন। এর আগে রাত ১১টার দিকে উদয়ন স্কুল কেন্দ্রের কেন্দ্রপ্রধান অধ্যাপক এস এম শামীম রেজা সাংবাদিকদের বলেন, ওই কেন্দ্রে চারটি হলের শিক্ষার্থীরা ভোট...