ডাকসু নির্বাচনে কার্জন হল কেন্দ্রে অনুষ্ঠিত অমর একুশে হলের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন ছাত্রশিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এসএম ফরহাদ। ওই কেন্দ্রের ঘোষিত ফলাফলে দেখা যায় শিবিরের সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আর ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৪১ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ৯০ ভোট, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আব্দুল কাদের ৩৬ ভোট এবং ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বিন ইয়ামিন মোল্লা পেয়েছেন ১ ভোট। জিএস পদে শিবিরের এসএম ফরহাদ পেয়েছেন ৪৬৬ ভোট। আর ছাত্রদলের শেখ তানভীর হামিম পেয়েছেন ১৮০ ভোট। এছাড়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু বাকের মজুমদার ১৮৭ ভোট, ছাত্র ইউনিয়ন নেতা মেঘ মাল্লার বসু ৮৬ ভোট পেয়েছেন। মঙ্গলবার দিনভরভোটগ্রহণের পর রাত পৌনে ২টায় কার্জন হল কেন্দ্রে অমর একুশে হলের ফল ঘোষণা শুরু...