১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম অতি-ডানপন্থী ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের সফরের সময় ইসরাইল ও ভারত পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণের জন্য একটি দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে। হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীনে ইসরাইলের সাথে ভারতের সম্পর্ক আরও গভীর হয়েছে। নয়াদিল্লিতে স্মোট্রিচ এবং ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন স্বাক্ষরিত এই চুক্তির লক্ষ্য দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি করা। সীতারমন ‘সাইবার নিরাপত্তা, প্রতিরক্ষা, উদ্ভাবন এবং উচ্চ-প্রযুক্তি’ ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। সীতারামন বলেন, দুই দেশের মধ্যে সাইবার নিরাপত্তা, প্রতিরক্ষা, উদ্ভাবন এবং হাইটেক খাতে আরও ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন। অপরদিকে স্মোটরিচ একে যৌথ ভিশনের কৌশলগত পদক্ষেপ হিসেবে বর্ণনা করে বলেন, এই চুক্তি বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং ইসরাইলি রপ্তানি শক্তিশালী করবে। ভারতের...