১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম একান্নবর্তী পরিবার নিয়ে বসবাস করেন নৃপেন্দ্র বর্মণ। অনেক আগেই বয়সের সেঞ্চুরি পার করা নৃপেন্দ্র নাতি-নাতনিদের নিয়ে বেশ জীবন কাটাচ্ছিলেন। এর মধ্যে পরিবারে খবর এলো খুশির খবর, বৃদ্ধের ফের দুধের দাঁত গজিয়েছে! পুরো বাড়িতে শুরু হয়ে গেল উৎসবের আমেজ। বৃদ্ধের ‘অন্নপ্রাশনের’ অনুষ্ঠান ঘিরে হইচই শুরু হয়েছে গেছে পুরো গ্রামে।ভারতের কোচবিহারের বড় হলদিবাড়ি গ্রামের বাসিন্দা নৃপেন্দ্র বর্মণ। ওই গ্রামের প্রবীণতম মানুষ হয়ত তিনিই। গ্রামের সবার কাছেই তিনি এখন দাদু বলে পরিচিত। ভোটার কার্ডের হিসেব ধরলে তার বয়স এখন ১০২ বছর। যদিও তিনি দাবি করেন, তার বয়স এখন ১১৩ বছর। তিন প্রজন্ম ওই বাড়িতেই থাকেন। পরিবারের তার তিন ছেলে চার মেয়ে। নাতি-নাতনির সংখ্যা ৩৪। নাতি-নাতনিরা দাদুকে নিয়ে সবসময় মশগুল থাকে। বয়সের...