অর্থ আত্মসাতের একটি মামলায় আলোচিত চাল ব্যবসায়ী আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কুষ্টিয়ার বটতৈল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার তথ্য দেয় কুষ্টিয়া মডেল থানা। জামিনে থাকা এ ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন আকিজ অ্যাসেন্সিয়াল লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার তোফায়েল হোসেন। আব্দুর রশিদ একজন চালকল মালিক; আছেন বাংলাদেশ মেজর অটো ও হাস্কিং রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পদেও। কয়েকটি কোম্পানির স্বত্বাধিকারীও তিনি। তার বিরুদ্ধে নানা অভিযোগে একাধিক থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় এর আগে গ্রেপ্তারও হয়েছেন তিনি। সবশেষ মামলার এজাহারে বলা হয়েছে, চলতি বছরের ২৬ জুন থেকে অগাস্ট পর্যন্ত দেশের প্রথম সারির শিল্প গ্রুপ আকিজ লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ অ্যাসেন্সিয়াল লিমিটেডের সঙ্গে কাঁচামাল সরবরাহের চুক্তি করেন। কিন্তু শর্ত...