এর আগে পরশু রাতে বাংলাদেশ–নেপাল দ্বিতীয় প্রীতি ম্যাচটি স্থগিত করা হয়। এর পর থেকেই শুরু হয় খেলোয়াড়দের দেশে ফেরার অপেক্ষা। তবে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল করায় আজ দেশে ফিরতে পারেননি তারা। দল সূত্রে জানা গেছে, ফ্লাইট চালু হলে আজ বাংলাদেশ দল ঢাকায় ফিরতে পারে। কাঠমান্ডুর ক্রাউন ইম্পেরিয়াল হোটেলে এখন আতঙ্ক আর ভয় নিয়েই সময় কাটছে ফুটবলারদের। আজ দুপুরে আন্দোলনকারীরা টিম হোটেলের গেটও ভাঙচুর করেন, ঢোকার চেষ্টা করেন হোটেলের ভেতরে। লবিতে দাঁড়িয়ে তা দেখে ভয় পেয়ে যান জাতীয় দলের স্ট্রাইকার সুমন রেজা। নেপাল থেকে মুঠোফোনে গণমাধ্যমকে সুমন বলেছেন, ‘দুপুরের দিকে আন্দোলনকারীরা টিম হোটেলের গেট ভাঙচুরের চেষ্টা করে। কয়েকজন ভেতরে ঢোকারও চেষ্টা করে। হোটেল কর্তৃপক্ষ নানাভাবে বোঝালে তারা চলে যায়। এসব দেখে খুব ভয় লেগেছিল।’ রাইট উইঙ্গার শাহরিয়ার ইমনের কথা,...