অ্যাপলের বার্ষিক পণ্য উন্মোচন অনুষ্ঠান ‘অ ড্রপিং’ শুরু হলো বিশেষ আবহে। শুরুতেই পর্দায় ভেসে ওঠে আলোকিত অ্যাপল লোগো। কিছুক্ষণ পরই সেটি মিলিয়ে যায় কালো পটভূমিতে। আর ভেসে ওঠে স্টিভ জবসের বিখ্যাত উক্তি ‘ডিজাইন ইজ নট জাস্ট হোয়াট ইট লুকস লাইক অ্যান্ড ফিলস লাইক। ডিজাইন ইজ হাউ ইট ওয়ার্কস।’ এরপর একটি তথ্যচিত্র। দেখানো হয় অ্যাপলের পণ্যের নকশা ও ফিচারের নানা দিক। টগল, ম্যাগসেফ, স্টোর ডিজাইন, সিমেট্রি ও কানেকটিভিটির উপস্থাপনা। পরে কুপারটিনোর অ্যাপল পার্কের মঞ্চে আসেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। তিনি জানান, এ বছর আইফোনে আসছে ‘এখন পর্যন্ত সবচেয়ে বড় অগ্রগতি।’ কুক বলেন, ‘ডিজাইন ইজ নট জাস্ট হোয়াট ইট লুকস লাইক অ্যান্ড ফিলস লাইক। ডিজাইন ইজ হাউ ইট ওয়ার্কস—এই দর্শনই আমাদের প্রতিটি কাজে পথ দেখায়। আজ আমরা যে নতুন পণ্য উন্মোচন...