বিজ্ঞপ্তি অনুযায়ী, নিলামের জন্য প্রস্তাবিত সম্পত্তির মধ্যে রয়েছে চট্টগ্রামের কালুরঘাট ভারী শিল্প এলাকায় ১৫ একর জমি এবং অ্যারামিট সিমেন্ট, অ্যারামিট পাওয়ার লিমিটেড, অ্যারামিট স্টিল পাইপস লিমিটেড ও অ্যারামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেড-এর কারখানা ও ভবন। ব্যাংকের নথি অনুযায়ী কোম্পানি প্রায় ৬.৬১ একর জমি বন্ধক রেখেছিল। ২০২২ অর্থবছরে ৫০ কোটি টাকা দিয়ে শুরু হওয়া ঋণ ২০২৩ সালে ৪২৩ কোটি টাকায় পৌঁছায়। ইসলামী ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সাবেক ভূমিমন্ত্রীর প্ররোচনায় ব্যাংক এই প্রতিষ্ঠানটিকে ঋণ দিয়েছিল, কিন্তু সময়মতো কিস্তি পরিশোধ না হওয়ায় ব্যাংক আইন মেনে ঋণ আদায়ের এই পদক্ষেপ নিয়েছে। অ্যারামিট সিমেন্টের একজন স্পন্সর শেয়ারহোল্ডার হলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, যার কাছে কোম্পানির ১৪.৯৭ শতাংশ শেয়ার রয়েছে। তার স্ত্রী রুখমিলা জামান পূর্বে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। অন্যান্য স্পন্সর শেয়ারহোল্ডারদের মধ্যে রয়েছে অ্যারামিট...