১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিকে সংক্ষেপে বলে ‘বিএনপি’। বাংলায় ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল’। বিএনপি, নামটির ভেতরে একটি ঐতিহাসিক সংস্কৃতি, দর্শন ও আদর্শিক অবস্থান জড়িয়ে আছে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন, যার নামকরণে প্রতিটি শব্দ ছিল সচেতনভাবে নির্বাচিত। ‘বাংলাদেশ’ শব্দটি ব্যবহারের মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন যে, এই দলের পরিচয় একটি ভূখ-ভিত্তিক রাষ্ট্রচিন্তার প্রতিনিধিত্ব করে। এখানে ‘বাংলাদেশ’ মানে শুধু একটি জাতিগোষ্ঠী নয়, বরং একটি ভূখ-, একটি বহুজাতিক, বহুধারায় গঠিত রাষ্ট্র যার মধ্যে আছে বাঙালি, চাকমা, মারমা, সাঁওতালসহ বহু জাতিগোষ্ঠী, ধর্ম, সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্য। নামটির দ্বিতীয় অংশ, ‘জাতীয়তাবাদী’, আরও একটি দার্শনিক ভিত্তি প্রকাশ করে। স্বাধীনতার পর একদলীয় শাসন, দমননীতি ও রাষ্ট্রীয় কর্তৃত্ববাদ যেখানে ‘বাঙালি জাতীয়তাবাদ’-কে একমাত্র জাতীয়...