১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লাখ খানেক মানুষ অজান্তেই প্রাণঘাতী এক রোগে আক্রান্ত হয়েছেন। গবেষকেরা বলছেন, এ রোগের নাম চাগাস ডিজিজ, যা ছড়ায় রক্তচোষা ‘কিসিং বাগ’ নামে এক ধরনের পোকার মাধ্যমে।চাগাস রোগে প্রাথমিকভাবে চোখ ফোলা, শরীরে ব্যথা, অ্যালার্জির মতো প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে দীর্ঘমেয়াদে এর প্রভাব ভয়াবহ হার্ট অ্যাটাক বা স্ট্রোক পর্যন্ত ঘটাতে পারে।লস অ্যাঞ্জেলেস টাইমসের খবরে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়াসহ অন্তত ৩০টি অঙ্গরাজ্যে এ রোগ শনাক্ত হয়েছে। শুধু ক্যালিফোর্নিয়াতেই ৭০ হাজার থেকে এক লাখ মানুষের দেহে এ রোগের জীবাণু থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ রোগ শরীরে দীর্ঘদিন লুকিয়ে থাকে, ফলে অনেকেই বুঝতেই পারেন না। পরে হঠাৎ করে তা হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ প্রাণঘাতী জটিলতা তৈরি করে।লস অ্যাঞ্জেলেসের...