১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ভ্যাপসা অসহনীয় গরমের সাথে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ে মানুষের কষ্ট-দুর্ভোগ অব্যাহত রয়েছে। তাপমাত্রার পারদ যাই দৃশ্যমান হোক না কেন, বাতাসে রয়েছে অত্যধিক পরিমাণে জলীয়বাষ্প। এর ফলে ‘ভ্যাপসা গরমে’ জনজীবনে অস্বস্তি বিরাজ করছে দিনে-রাতে। রাতের তাপমাত্রাও অস্বাভাবিক বেশি। প্রকৃত তাপানুভূতিও (রীয়্যাল ফীল) অনেক বেশিই। অতিমাত্রায় ঘামানোর কারণে শরীর নিস্তেজ ও দুর্বল হয়ে পড়ছে। বিশেষ করে দিনে এনে দিনে খাওয়া কর্মজীবী শ্রমজীবী নিম্নআয়ের মানুষের ভোগান্তি বৃদ্ধি পেয়েছে। ভাদ্র মাসের শেষদিকে এসে যখন কোমল শীতের অনুভূতি জানান দেয়ার কথা, তখন এই ভরা শরতে চৈত্র-বৈশাখের মতো গরমের অস্বস্তিতে হাঁসফাঁস অবস্থা। যদিও পারদের তাপমাত্রা কম দেখা যাচ্ছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ও নওগাঁয় ৩৫.৪...