১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম রেল চলাচলে লইনচ্যুতির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্নস্থানে বেশ কয়েকটি লাইচ্যুতির ঘটনা ঘটে। পুরোনো লাইন, দুর্বল রেল, কম সিøপার, লাইনে পর্যাপ্ত পাথর ও ফিস প্লেট না থাকাসহ নানা করণে প্রায়ই ঘটছে এই দুর্ঘটনা। রেললাইনে সিগন্যাল ত্রুটিও রয়েছে। ভুল সিগন্যাল দেওয়াও ট্রেন লাইনচ্যুতির কারণ বলছেন সংশ্লিটরা। বিশেষজ্ঞরা বলছেন, নীতিমালায় বলা আছে, রেল ট্র্যাকের ১০ ফুটের মধ্যে সবসময় ১৪৪ ধারা জারি থাকবে অলিখিতভাবে। কেউ তার আশেপাশে আসতে পারবে না। কিন্তু বাস্তব চিত্র এর উল্টো। রেলের জমিতে হাট-বাজার, বসতি বানিয়ে রেললাইনকে ঝুঁকিপূর্ণ করে তোলা হয়েছে। দুর্ঘটনা রোধে এসব অবৈধ দখল উচ্ছেদ করার তাগিদ দিয়েছেন তারা। জানা যায়, দেশে ২ হাজার ৮৭৭ কিলোমিটার রেলপথ রয়েছে। এর মধ্যে গত ১৫...