১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম মধ্যপ্রাচ্যে মার্কিন জারজ ইসরাইলের সেনাবাহিনী কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসময় শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনাসহ কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। আল-জাজিরার সূত্র অনুযায়ী, হামলার সময় হামাসের একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করছিল। হামলার লক্ষ্যস্থলটি ছিল একটি আবাসিক এলাকায়, যেখানে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্যরা অবস্থান করছিলেন।আল-জাজিরার প্রতিবেদক সুহাইব আল-আসা জানিয়েছেন, ‘এই এলাকা অত্যন্ত সংবেদনশীল। নিরাপত্তা বাহিনীর প্রধান অগ্রাধিকার এখন ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য সংগ্রহ এবং এলাকা সুরক্ষিত করা’। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দোহায় কালো ধোঁয়া উড়তে দেখা গেছে, বিশেষ করে কাতারা জেলার ওপর। হামলার ফলে কাতার ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক...