১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ এএম নয় গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতে বিশ্বকাপ বাছাইয়ে টানা তৃতীয় জয় তুলে নিলো ইতালি। গতকাল নিরপেক্ষ ভেন্যু হাঙ্গেরির দেব্রেসেনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইসরাইলকে ৫-৪ গোলে হারিয়েছে জেনারো গাত্তুসোর দল। প্রথমে আতœঘাতি গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত সস্তির জয় নিয়েই মাঠ ছেড়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের শুরুর দিকে আত্মঘাতী গোলের পর আরো একবার পিছিয়ে পড়ে ইতালি। দুবারই ঘুরে দাঁড়িয়ে এক পর্যায়ে দুই গোলে এগিয়েও গেল তারা। কিন্তু ইসরাইলও কম যায় নি। ইতালিয়ানদের আরেকটি আত্মঘাতী গোলে উত্তেজনার চূড়া স্পর্শ করল লড়াই। শেষ পর্যন্ত যোগ করা সময়ের গোলে স্বস্তির জয়ে হাফ ছাড়ল ইতালি। হার দিয়ে বাছাই পর্ব শুরুর পর টানা তিন ম্যাচ জিতল ইতালি। আক্রমণ-পাল্টা আক্রমণের জমজমাট লড়াইয়ে বলের দখলে কিছুটা এগিয়ে ছিল...