১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ এএম চট্টগ্রামের পতেঙ্গায় “তারুণ্যের উৎসব-২০২৫”শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড। গতকাল কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।গতকাল মঙ্গলবার সকাল ১১টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সমন্বয়ে চট্টগ্রামের বিসিজি আউটপোস্ট পতেঙ্গায় “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই”Ñ মন্ত্রে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় মাদক, সামাজিক অবক্ষয় ও অপরাধ বৃদ্ধিতে মাদকের ভূমিকা, মাদকের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি, মাদক প্রতিরোধে পরিবারের ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উক্ত প্রশিক্ষণে স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তিনি আরও বলেন, অনৈতিক কর্মকা- থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে। কয়লা দূষণের হাত থেকে সুন্দরবন,...