১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন বলেছেন, সৃষ্টিগতভাবেই মানুষকে মহান আল্লাহ তা‘আলা যেসব গুণ ও স্বভাব দান করেছেন তন্মধ্যে ‘মহব্বত’ একটি গুরুত্বপূর্ণ গুণ। এটি নিছক একটি গুণই নয় বরং এটি জীবন পরিচালনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যক্তির চেতনে-অবচেতনে, ইচ্ছা-অনিচ্ছায় এই গুণের স্বভাব তার মাঝে বিভিন্ন ধরনের ক্রিয়া ও প্রতিক্রিয়া সৃষ্টি করে। মনে রাখতে হবেÑ কাউকে সম্মান তথা মহব্বত করতে হলে উক্ত বিষয়ের সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞান থাকতে হয়। যেমনিভাবে মহব্বতের পাত্র তথা স্থান না থাকলে নবিজী (সাঃ)-কে মহব্বত তথা ভালোবাসবে কীভাবে? পীর ছাহেব আরো বলেন, আমরা অন্তরে রাসূল (সা.)-এর মহব্বত করি দুনিয়াবী কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য নয়। মনে...