১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম প্রশাসনিক কাঠামোতে বড় পরিবর্তন আসতে পারে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির আজ সভায়। নতুন পদ সৃজন,প্রবিধানমালা অনুমোদন,কাঠামোগত সংস্কার ও আত্মীকরণসহ ১১টি প্রস্তাব আজ বুধবার সভায় উঠছে। বিকেল ৩টায় সচিবালয়ের নবনির্মিত ২০তলা ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিপরিষদ সচিব ড.শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সভার কার্যপত্র জানা গেছে, নৌপরিবহন মন্ত্রণালয়াধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের জন্য নতুন পদ সৃজনের প্রস্তাব থাকছে রয়েছে। অটোমেশন কার্যক্রম চালুর জন্য সিস্টেম অ্যানালিস্ট, গ্রোগ্রামার, সহকারী প্রকৌশলী ও ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের প্রস্তাব করা হয়েছে। প্রথমে ১৪টি পদ চাওয়া হলেও অর্থ বিভাগ সর্বশেষ ৯টিতে সম্মতি দিয়েছে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০২৫...