১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম দুবাই টু আবু ধাবি- সংযুক্ত আরব আমিরাতের শহর দুটির দূরত্ব মাত্র ১৩৯ কিলোমিটার। আধুনিক যুগে এই দূরত্ব অতিক্রম কেবল কিছু সময়ের মাত্র। এই দুটি শহরেই বসছে এসিসি এশিয়া কাপের এবারের আসর। আবু ধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে ১৭তম সেই আসরের গোড়াপত্তান হয়ে গেছে গতকাল রাতেই। তবে এখানে না হয়ে ঘন্টা দেড়েকের দূরত্বে অপর আয়োজক সিটি দুবাইয়ে হয়েছে অফিশিয়াল ট্রফি উন্মোচন ও ক্যাপ্টেন্স ডে! এসময় জমকালো সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি ও টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলের অধিনায়ক। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওমান, আরব আমিরাত ও হংকংয়ের অধিনায়করা একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন ঝকঝকে ট্রফির পাশে। প্রায় ৩০০ কিলোমিটার ভ্রমণক্লান্তি...