১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ। গতকাল বিকালে ভিয়েতনামের ভিয়েত ত্রাই স্টেডিয়ামে ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। বিজয়ী দলের হয়ে ইতালি প্রবাসী ফরোয়ার্ড ফাহামেদুল ইসলাম, ফরোয়ার্ড আল-আমিন, মিডফিল্ডার মহসিন আহমেদ এবং অধিনায়ক শেখ মোরসালিন একটি করে গোল করেন। সিঙ্গাপুরের পক্ষে একমাত্র গোলটি শোধ দেন বদলি ফরোয়ার্ড খাইরিন নাদিম রহিম। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল এক যুগ ধরে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। সব সময়ই এশিয়ান কাপের বাছাইয়ে খেলে হারের বোঝা নিয়ে মিশন শেষ করে লাল-সবুজরা। এশিয়ান কাপের মূল পর্বে ওঠা তো দূরের কথা কখনো বাছাইয়ের গন্ডি পেরুতে পারেনি বাংলাদেশ। শুধু তাই নয়, এখন পর্যন্ত এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইয়ে...