অপহৃত স্কুলছাত্রকে ৭ ঘণ্টা পর ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার,(০৯ সেপ্টেম্বর ২০২৫) জামালপুর সদর থানায় একটি জিডি করেছে অপহরণের শিকার ওই শিশুর অভিভাবক। গতকাল সোমবার রাতে জামালপুরে নিজ বাসার সামনে থেকে অপহরণের শিকার হয় ৯ বছর বয়সী ওই স্কুলছাত্র। পুলিশ জানায়, জামালপুর পৌর শহরের স্টেশন রোডের স্থানীয় আল করিম আবাসিক হোটেলের পেছনে বসবাসকারী ব্যবসায়ী সাজ্জাতুল ইসলাম পাপনের ৯ বছর বয়সী ছেলে সদর উপজেলার এম এ গফুর মেমোরিয়াল অ্যাকাডেমিতে ৩য় শ্রেণীতে পড়াশোনা করে। সে প্রতিদিন সকালে স্কুলবাসে করে স্কুলে যায়, আবার দুপুরে স্কুলবাসেই ফিরে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে তাকে স্টেশন রোডের আল করিম আবাসিক হোটেলের সামনে প্রধান সড়কের পাশে স্কুলবাস থেকে নামিয়ে দেয়া হয়। কিন্তু বাস থেকে নেমে সে বাসার দিকে রওনা দিলে অজ্ঞাত দুইজন...