মানুষের জীবনে সুখ-দুঃখের মিশেল এমন এক অনিবার্য বাস্তবতা, যা থেকে কেউই মুক্ত নয়। কখনো আমরা সফলতার উল্লাসে ভাসি, আবার কখনো হতাশা ও বেদনাভারে নুয়ে পড়ি। কিন্তু প্রতিটি কষ্ট, প্রতিটি পরীক্ষা আসলে আল্লাহর পক্ষ থেকে একটি শিক্ষা, একটি সতর্কবার্তা এবং একই সঙ্গে তা আশার আলো বহন করে। কারণ আল্লাহতায়ালা কোরআনে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, ‘সুতরাং কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। নিশ্চয়ই কষ্টের সঙ্গেই স্বস্তি রয়েছে।’ (সুরা ইনশিরাহ ৫-৬) এই আয়াত মানুষের জীবনের জন্য সর্বজনীন সান্ত্বনা ও অমøান প্রেরণার উৎস। আয়াতটি নাজিল হয়েছিল নবীজি (সা.)-এর মক্কিজীবনের এক কঠিন সময়ে। চারদিক থেকে বিরোধিতা, বিদ্রƒপ ও নির্যাতনের পাহাড় তার সামনে এসে দাঁড়িয়েছিল। সেই কঠিন সময়ে আল্লাহর পক্ষ থেকে এই আশ্বাস জানানো হয় যে, কোনো দুঃখই স্থায়ী নয়, বরং প্রতিটি দুঃখের ভেতরেই সহজতা ও স্বস্তি লুকিয়ে...