বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, প্রিমিয়ার স্টিল রি রোলিং মিলস প্রাইভেট লিমিটেডে দেড় শতাধিক শ্রমিক কাজ করেন। তাদের পাঁচ মাসের বেতন বকেয়া রয়েছে, যা তাদের আর্থিক সংকট তৈরি করেছে। তারা বেতন না পেয়ে ঘরভাড়া পরিশোধ কিংবা স্থানীয় দোকানে ঋণ শোধ করতে পারছেন না। ফলে পরিবার চালানো প্রতিদিনের জন্য কঠিন হয়ে পড়েছে। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তাদের বেতন সম্পর্কে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। বকেয়া...