কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে জেঠাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন শামসু আলম (৬০)। গতকাল সোমবার রাতে এশার নামাজের আগে দক্ষিণ রাজঘাট কচু তমা মসজিদের পাশে এ ঘটনা ঘটে। নিহত শামসু আলমের এ ঘটনায় স্থানীয়রা জানান, হামলার নেতৃত্ব দেন তার জেঠাতো ভাই এবং মাতারবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখা জামায়াতের সেক্রেটারি ইসহাক। বাড়ি ফেরার পথে ওৎ পেতে থাকা ইসহাকের নেতৃত্বে কয়েকজন শামসুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে তিনি গুরুতর জখম হন এবং তার ডান-পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমিত্র বড়ুয়া বলেন, জমিসংক্রান্ত বিরোধের কারণে এ হত্যাকা- হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক জানান, রাতভর...