ব্যাটিং-বোলিংয়ে কোনো বিভাগেই আফগান প্রশ্নের উত্তর খুঁজে পেল না হংকং। ব্যাটিং ইনিংসে ঝড় তুললেন সেদিকুল্লাহ অটল আর আজমতুল্লাহ ওমরজাই। হংকংয়ের বোলারদের শাসন করে বড় পুঁজি দাঁড় করালেন তারা। এরপর বলহাতে পেস আগুন আর স্পিন ঘূর্ণিতে হংকংয়ের ব্যাটারদের পরাস্ত করলেন আফগান বোলাররা। বড় জয় দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করল আফগানিস্তান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রানের পুঁজি দাঁড় করায় আফগানিস্তান। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৯৪ রান তুলতে পেরেছে হংকং। আফগানরা জয় পেয়েছে ৯৪ রানের বড় ব্যবধানে। রান তাড়ায় নেমে শুরু থেকেই হংকংকে চেপে ধরে আফগান বোলাররা। বোলিংয়ের সঙ্গে ফিল্ডিংয়েও মুনশিয়ানা দেখিয়েছে আফগানরা। ফজলহক ফারুকীর পেস কিংবা নূর আহমেদ-গজনফারদের স্পিন, কোনোটার সামনেই দাঁড়াতে পারেনি হংকং।...