ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর এখন চলছে ভোট গণনা। অধীর আগ্রহে সবাই রেজাল্টের জন্য অপেক্ষা করছে। এরই মধ্যে নির্বাচনের প্রতি অনাস্থা জ্ঞাপন করে ঢাবি ক্লাব কেন্দ্র থেকে ছাত্রদল সমর্থিত প্রার্থীর এজেন্ট বের হয়ে গিয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এদিকে নির্বাচনের রেজাল্টকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে উৎসুক জনতা ভিড় জমিয়েছে। তাই প্রবেশ মুখগুলোতে অযথা ভিড় না করার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলমান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে উৎসুক...