এক প্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন সেদিকউল্লাহ আটাল। মাঝে তাকে কিছুটা সঙ্গ দিলেন মোহাম্মাদ নাবি। শেষটায় বিস্ফোরক ব্যাটিংয়ে জুটি গড়লেন আজমাতউল্লাহ ওমারজাই। আফগানিস্তান পেল বড় সংগ্রহ। সেই লক্ষ্য তাড়ায় ধারে কাছে যেতে পারল না হংকং। শক্তিতে অনেক পিছিয়ে থাকা দলটি একশর আগেই গুটিয়ে গিয়ে হারল বড় ব্যবধানে। টি-টোয়েন্টি এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ৯৪ রানে জিতেছে আফগানিস্তান। আবু ধাবিতে মঙ্গলবার ১৮৮ রান তাড়ায় ৯ উইকেটে ৯৪ রানে থেমেছে হংকং। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই সেদিকউল্লাহকে হারাতে পারত আফগানিস্তান। ছন্দে থাকা এই ওপনার পরে বেঁচে যান আরও দুবার। তার তিনটি জীবনেই জড়িয়ে আছেন হংকং অধিনায়ক ইয়াসিম মুর্তাজা। দুটি ক্যাচ ছাড়েন তিনি, আরেকটি ক্যাচ ছোটে তার বোলিংয়ে। রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের দ্রুত বিদায়ের পর নাবির সঙ্গে...