ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে মঙ্গলবার গভীর রাতে শাহবাগ মোড়ে অবস্থান নেন জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা। নীলক্ষেত সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখেও উৎসুক জনতার ভিড় দেখা যায়। সরেজমিনে দেখা গেছে, রাত পৌনে ১২টার দিকেও অসংখ্য নেতাকর্মী শাহবাগ মোড়ে জটলা তৈরি করেছেন। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের স্লোগান দিতেও দেখা গেছে। এতে শাহবাগ মোড়ের সড়কে যানজটের সৃষ্টি হয়। নেতাকর্মীদের সরাতে হিমশিম খেতে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। ভিড় কমাতে বার বার মাইকিং করতে থাকে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত হন। রাত সোয়া ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ জলকামান ও আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) নিয়ে সতর্ক অবস্থানে ছিল। এর আগে রাত ১১টা দিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর...