আবু সাঈদ হত্যা: ‘গুলিতে মৃত্যুর কথা না লিখতে বাধ্য করা হয়’ জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা নিতে আসা আহত ১৭ জনের একটি করে পা অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলতে হয়েছিল। আর তিন জনের একটি করে হাত অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলতে হয়েছিল। মঙ্গলবার,(০৯ সেপ্টেম্বর ২০২৫) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১-এ দেয়া জবানবন্দিতে এসব তথ্য জানান হাসপাতালটির সহযোগী অধ্যাপক মোহাম্মদ সিরাজুস সালেহীন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে করা একটি মামলায় সাক্ষী হিসেবে সিরাজুস সালেহীন এই জবানবন্দি দেন। জবানবন্দিতে সিরাজুস সালেহীন বলেন, গত বছরের ১৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত পঙ্গু হাসপাতালে আনা ৮ জন মারা যান। এর মধ্যে দুইজনকে মৃত...