পৃথিবীর সবাইকে কখনই কোনো একটি ধর্মে দীক্ষিত করে ফেলা যাবে না। কারণ, প্রতিটি সত্তা-অস্তিত্বই অনন্য। সামান্য কিছু মিল হয়তো থাকে। এই ভিন্নতা মেনে নিয়েই ভিন্নতার ঊর্ধ্বে উঠেই একসঙ্গে পথ চলতে হবে। তাই আমাদের সবার ধর্মই হোক শান্তির শক্তি, কোনো বিভেদের নয়। ‘আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি সম্মেলনে’ উপস্থিত বক্তারা এ কথা বলেন। মঙ্গলবার,(০৯ সেপ্টেম্বর ২০২৫) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সংলাপ অনুষ্ঠিত হয়। ‘গড়ে তুলি সম্প্রীতির সংস্কৃতি’ শীর্ষক এ সংলাপের আয়োজন করেছে ‘খ্রিষ্টান ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপবিষয়ক এপিস্কোপাল কমিশন (ইসিসিইউআইআরডি)’। সংলাপে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, ঈশ্বরকে কেউ কেউ ভাবেন অতীন্দ্রিয়, সবকিছুর স্রষ্টা হিসেবে। কেউ কেউ বিশ্বাস করেন, ঈশ্বর সবার মধ্যেই বিরাজমান। প্রতিটি সত্ত্বা, প্রতিটি অস্তিত্বই অনন্য।...