১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম দেড় দশক পর নতুন বাংলাদেশে প্রথম ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট দিয়েছেন তারা। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ৩৯ হাজার ৮৭৪ শিক্ষার্থীর মধ্যে ৭৮ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা থেকে শুরু হয় ভোট গণনা। গতকাল রাত সাড়ে ৯টায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত ভোট গণনা চলছিল। কেবলমাত্র একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হলেও দেশের মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে চোখ ছিল গোটা দেশবাসীর। নির্বাচনে কোন ধরণের সংঘাত, সহিংসতা কিংবা অনাকাক্সিক্ষত ঘটনা না ঘটলেও ছাত্র শিবির সমর্থিত প্রার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও...