নেপালে সরকারবিরোধী বিক্ষোভের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেন। তাঁর আগে একাধিক মন্ত্রী পদত্যাগ করেছেন। গতকাল সোমবার বিক্ষোভকারীরা কে পি শর্মার ব্যক্তিগত বাসভবন ও প্রেসিডেন্ট ভবনসহ অনেক মন্ত্রীর বাসভবন ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় আগুন দিয়েছেন। গতকাল রাজধানী কাঠমান্ডু থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত হিমালয়–কন্যাখ্যাত দেশটির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। গতকাল ১৯ জন নিহত ও কয়েক শ আহত হন। আজ নিহত হন আরও অন্তত দুজন। গতকাল থেকে কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে কারফিউ জারি করা হয়েছিল। নামানো হয়েছিল সেনাবাহিনী। কিন্তু জনগণ এসব উপেক্ষা করেই গতকাল রাস্তায় নেমে আসেন। অপতথ্য, মিথ্যা তথ্য ও ঘৃণা ছড়ানোসহ নানা অভিযোগে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে নেপালে ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম ও বার্তা আদান–প্রদানের অ্যাপ নিষিদ্ধ করা হয়। এর আগে কোম্পানিগুলোকে নেপালের আইন মেনে...