১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম কুমিল্লা বিশ্ববিদ্যলয়ের ছাত্রী সুমাইয়া আফরিন রিনথির ওপর থেকে কথিত জ্বীনের প্রভাব সারাতে যে কবিরাজের শরণাপন্ন হয়েছিলেন তার মা তাহমিনা বেগম ফাতেমা সেই কবিরাজের হাতেই খুন হয়েছেন তারা। জ্বীনের প্রভাবমুক্ত করার নামে সুমাইয়াকে ধর্ষণ চেষ্টায় ঘটনা দেখে ফেলায় প্রথমে মাকে ও পরে মেয়েকে শ্বাসরোধে হত্যা করে সেই কথিত কবিরাজ। গতকাল পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে প্রেরিত প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় পুলিশ মা ও মেয়ে হত্যাকা-ের মূল আসামি কথিত কবিরাজ মোবারক হোসেনকে গত সোমবার রাতে নগরীর বাগিচাগাঁও এলাকা হতে গ্রেফতার করে। জানা যায়, কুমিল্লা নগরীর সুজানগর এলাকার বাসিন্দা কুমিল্লার আদালতের সাবেক হিসাব রক্ষক নুরুল ইসলাম প্রায় বছর চারেক আগে নগরীর কালিয়াজুরি এলাকার আমিরুল ইসলাম...