জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন কীভাবে করা যায়, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে ঐকমত্য কমিশন। আগামীকাল এ বৈঠক হতে পারে। এরপর জুলাই জাতীয় সনদ ও সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কমিশনের সুপারিশ রাজনৈতিক দল ও সরকারের কাছে পাঠানো হবে। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের গঠন করা জাতীয় ঐকমত্য কমিশন ‘জুলাই সনদ’ প্রণয়নের যে উদ্যোগ নিয়েছিল সেটি এখনও চূড়ান্ত করা যায়নি। সনদ বাস্তবায়ন কীভাবে হবে, এ নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও বৈষম্যবিরোধীদের গড়া দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতপার্থক্যের কারণেই সনদ চূড়ান্তকরণে জটিলতায় পড়েছে ঐকমত্য কমিশন। জটিলতা নিরসনে সংবিধান ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে ঐকমত্য কমিশন। বৈঠক সূত্রে জানা গেছে, সনদের সংবিধানসংক্রান্ত সংস্কার প্রস্তাবগুলো রাষ্ট্রপতির বিশেষ আদেশের মাধ্যমে এবং অন্য সংস্কার প্রস্তাবগুলো সরকারের নির্বাহী আদেশের...