১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম গাজা যখন দখল করে নিচ্ছে ইসরাইলের নৃশংস আগ্রাসন, তখন হামাসকে উল্টো আলটিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আসকারা পেয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজাবাসীকে ঘরবাড়ি ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছেন। তিনি গাজাবাসীকে বলেছেন, ‘এখনই চলে যাও।’ একটি দেশ বিশ্ববাসীর চোখের ভিতর আঙ্গুল ঢুকিয়ে দিয়ে যখন প্রকাশ্যে এই দখলদারিত্ব চালাচ্ছে তখন দৃশ্যত নীরব বসে আছে মুসলিম নামধারী মধ্যপ্রাচ্যের দেশগুলো। ব্যর্থতার পরিচয় দিচ্ছে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি। তাদের কর্মকা- প্রশ্নবিদ্ধ করে। ইসরাইলের এসব কর্মকা-ের বিরুদ্ধে বৃটেন, ফ্রান্স সহ বেশ কিছু দেশ পদক্ষেপ নিলেও মুসলিম বিশ্ব সেখানে অনুপস্থিত। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ইসরাইলের বিরুদ্ধে সাধারণ মানুষকে গণহারে হত্যার এবং জীবনরক্ষাকারী সহায়তা ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করার জন্য অভিযোগ করেছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার...