১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম গৃৃহপরিচারিকা হিসেবে ২৬ বছর কাজ করার পর শুধু অবসর চাইতেই জীবনের সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতার শিকার হয়েছেন মোসাঃ আকলিমা খাতুন নামের এক নারী। অভিযোগ উঠেছে, প্রখ্যাত চিকিৎসক ও প্রফেসর ডা. সামসুর নাহার লাকির নির্দেশে তাকে অবরুদ্ধ করে নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। শুধু তাই নয়, এসময় তার জীবনের সঞ্চয় হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। এই বিষয়ে থানায় মামলা করেছেন ওই নির্যাতিতা। মামলার বাদী মোসাঃ আকলিমা খাতুন দীর্ঘ ২৬ বছর ধরে (১৯৯৯-২০২৫) লাকির বাসায় গৃহপরিচারিকার কাজ করছিলেন। বয়স ও স্বাস্থ্যগত কারণে দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব না হওয়ায় চলতি বছরের মে মাসে কাজ থেকে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। আর সেখান থেকেই শুরু হয় তার দুঃস্বপ্ন।...