১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম জেনারেশন জেড (জেন জি) তরুণদের মাত্র দু’দিনের বিক্ষোভে পদত্যাগ করে হেলিকপ্টারে কাঠমুন্ডু ছেড়ে চলে গেছেন হিমালয় কন্যা নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। দু’দিনের (৩৬ ঘন্টা) বিক্ষোভ ২৫ জনের প্রাণহানি এবং কয়েকশ আহতের পর জেন জি নামের তরুণরা প্রধানমন্ত্রীর বাসভবন সরকারি দফতর জ্বালিয়ে দেয় এবং ব্যাপক লুটপাট চালায়। প্রথম দিন ১৯ জনের প্রাণহানির পর দায়িত্ব নিয়ে সকাল থেকে বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করার পর অবশেষে প্রধানমন্ত্রীও পদত্যাকে বাধ্য হন। সর্বশেষ খবর অনুযায়ী, তিনি কাঠমান্ডুতে একটি হেলিকপ্টারে উঠছেন। এর গন্তব্য কোথায় তা পরিষ্কার নয়। অনলাইন এনডিটিভি এ খবর দিলেও কাঠমান্ডু পোস্ট বলছে, পার্লামেন্ট ভবনসহ গুরুত্বপূর্ণ ভবনগুলোতে নিরাপত্তা রক্ষায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সামরিক ব্যারাকে নিরাপত্তা...