কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিস্তীর্ণ ফসলি জমিসহ হিন্দু ধর্মাবলম্বীদের ব্যবহৃত শ্মশানঘাট নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ৮০-৯০ জন পান চাষি ক্ষতিগ্রস্থ হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ফয়জুল্লাহপুর, হাটখোলাপাড়া ও বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি ও মাধবপুরে গত চারদিন ধরে পদ্মা নদীতে প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে।আরো পড়ুন:দুই মাসে পদ্মার পেটে ২০০ হেক্টর জমিউজানের পানিতে খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত জানা গেছে, জুনিয়াদহ ইউনিয়নের ভাঙন কবলিত স্থান থেকে পদ্মা নদী রক্ষা রায়টা-মহিষকুন্ডি বেড়িবাঁধের দূরত্ব ৫০ মিটারেরও কম। হুমকিতে রয়েছে বসতবাড়ীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা। এই নিয়ে এই অঞ্চলের বসবাসকারী মানুষের আতঙ্কে দিন কাটছে। যেকোনো সময় বড় রকমের বিপর্যয় ঘটে যেতে পারে বলে জানিয়েছেন তারা। অপরদিকে, মাধবপুরের ভাঙন কবলিত এলাকায় রয়েছে বিস্তীর্ণ প্রান্তিক চাষিদের পান বরজ। গত...