১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয়রা মহাসড়কে টানা তিনদিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সাথে ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং হাজারো যাত্রী অবর্ণনীয় ভোগান্তিতে পড়েন। গতকাল ভাঙ্গাবাসীকে সাথে নিয়ে মহাসড়কে আন্দোলনে সামিল হন বিএনপি থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ ইচ্ছুক কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাক মো. শহীদুল ইসলাম বাবুল খান। আন্দোলনকারীরা গণমাধ্যমকে পরিস্কার জানিয়ে দিয়েছেন যখন পর্যন্ত নির্বাচন কমিশন, ডিসি ও ইউএনও’র মাধ্যমে আমাদের দাবি আদায়ের সংবাদ না পাঠাবে ততোদিন পর্যন্ত এ সড়ক অবরোধ এবং আন্দোলন চলবেই। গতকাল সারাদিন ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে গাছ ফেলে অবরোধ করছে ভাঙ্গাবাসী। আন্দোলনে অংশ নেয়া একজনের গতকাল রাজপথেই...