তিন বিদ্যুৎকেন্দ্রের একটি করে ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় দেশের কিছু এলাকায় লোডশেডিং হচ্ছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, রাত ৯টায় বিদ্যুতের চাহিদা ছিল ১৬,২৫০ মেগাওয়াট, এর বিপরীতে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৮,৮৫৩ মেগাওয়াট। সে হিসেবে লোডশেডিং ছিল ১,৩৩৪ মেগাওয়াট। তবে পিক আওয়ারের পরে লোডশেডিং ছিল না বলে জানিয়েছে পিডিবি। খোঁজ নিয়ে জানা যায়, যান্ত্রিক ক্রুটির কারণে বাগেরহাটের রামপালে অবস্থিত ১,৩২০ মেগাওয়াট সক্ষমতার একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। ভারতের আদানি পাওয়ারের ঝাড়খণ্ডের বিদ্যুৎকেন্দ্রর একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এছাড়া বিবিয়ানার একটি গ্যাসভিত্তিক বিদ্যুৎ...