ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছে বলে দাবি করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফেসবুক পোস্টে এমন দাবি করেন তিনি। ফেসবুক পোস্টে ইলিয়াস লেখেন, ভিপি-জিএস দুই পদেই শিবির বিজয়ী।কিছুক্ষণের মধ্যে লাইভে আসছি। এদিকে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলেও এখনো ঘোষণা হয়নি ফলাফল। শেষ খবর অনুযায়ী রাত সাড়ে ১১টার দিকেও ভোট গণনা চলছে। ফল ঘোষণায় দেরি হওয়ায় ডালপালা মেলছে গুজব। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো গুজবের হাট বসেছে। কোনো ধরনের সোর্স ছাড়া, সঠিক তথ্য ছাড়া একচেটিয়াভাবে বিভিন্নজনকে বিভিন্ন সময় বিজয়ী দেখানো হচ্ছে। অনেকে আবার ঘোষিত ফলাফলের আদলে রিটার্নিং অফিসের প্যাডে ভুয়া নাম বসিয়ে ইচ্ছামতো প্রার্থীদের বিজয়ী ঘোষণা করছেন। কেউ কেউ বিভিন্ন কেন্দ্রে...